শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস আজ

সকাল ৬টায় শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগারে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

এম এ রকিব, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

Location :

Sreemangal
শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা
শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা |নয়া দিগন্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারী) সকাল ৬টায় শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগারে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র সহকারী পর্যবেক্ষক মো: আনিসুর রহমান। তিনি জানান, সকাল ৬টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাকেন্দ্রে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ভোর থেকে ঘন কুয়াশার সাথে হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় জনজীবন কিছুটা বিপর্যস্ত হলেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের আলো ছড়িয়ে পড়লে কিছুটা স্বস্তি আসে জীবনযাত্রায়।

অন্যদিকে আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। মৌলভীবাজার, সিলেট, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা জেলাসমূহের উপর দিয়ে মৃদুশৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারাদেশে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

Topics