ভোলায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন পুরুষ যাত্রী নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে আজমিরী আমরিন নামের একজন নারী মারা যান।

মো: মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)

Location :

Bhola
ভোলার বোরহানউদ্দিনে ট্রাক-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন
ভোলার বোরহানউদ্দিনে ট্রাক-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন |প্রতীকী ছবি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন, যাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ইদারা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন পুরুষ যাত্রী নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে আজমিরী আমরিন নামের একজন নারী মারা যান।

দুর্ঘটনায় নিহতরা হলেন— লালমোহন উপজেলার মঙ্গল সিকদার এলাকার বাসিন্দা মো: মিজান (৩৬), এশিয়া ইউনিভার্সিটির ভিসা সেন্টারের সিনিয়র অফিসার রিয়াজ উদ্দিন ও লালমোহন উপজেলার আমার দেশ পত্রিকার প্রতিনিধি খান আজিমের মেয়ে আজমিরী আমরিন (২০)। এ ঘটনায় তার স্বামী গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার পর ট্রাকটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতদের লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

ভোলার পুলিশ সুপার (এসপি) শহীদুল্লাহ কাওসার বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করেছে। আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়, যাদের মধ্যে একজন পরবর্তীতে মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।