খুলনায় গণপিটুনিতে নিহত যুবক

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার জামিরা বাজারে এ ঘটনা ঘটে।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
নয়া দিগন্ত

খুলনার ফুলতলায় গণপিটুনিতে আলম মোল্যা (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার জামিরা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আলম মোল্যা ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামের হায়দার আলী মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জামিরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মোল্যার টোলনা গ্রামের বাড়িতে গিয়ে ৪-৫ জন অস্ত্রসজ্জিত মুখোশধারী তাকে জীবননাশের হুমকি দেয়। এর আগে তারা জামিরা বাজারের একটি দোকানে অস্ত্রের মুখে চাঁদা দাবি করে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পরপরই বাজারের ব্যবসায়ীরা একজোট হয়ে চাঁদাবাজ ও সন্ত্রাসী আলম মোল্যাকে বাড়ি থেকে ধরে বাজারে নিয়ে এসে গণপিটুনি দেয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন তিনি।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছিল। এতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ ছিল।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জেল্লাল হোসেন জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত আলমের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।