মান্দায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় অন্য কোনো একটি বালিবোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে।

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ)

Location :

Manda
দুর্ঘটনাকবলিত ট্রাক
দুর্ঘটনাকবলিত ট্রাক |নয়া দিগন্ত

নওগাঁর মান্দায় পানের বরজের ওয়াসি-বোঝাই ট্রাকের সাথে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে সাজু মিয়া (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) ভোররাতে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার সবরিতলা ও নীলকুঠি মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজু মিয়া গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউপির পশ্চিম কুমুন্নায় গ্রামের মরহুম আমির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলাগামী একটি ট্রাক উপজেলার সবরিতলা মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক সাজু নিহত হন।

স্থানীয়রা জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় অন্য কোনো একটি বালিবোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে চালকের আসনেই চাপা লেগে আটকে গিয়ে তার মৃত্যু হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।