সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় মাছ ধরতে গেলে তিনজন বাংলাদেশী বৃদ্ধ নাগরিক এবং ১৪টি গরু নিয়ে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। পরে ভারতের নাগরিকদের একটি মেশিন কিনে দিলে তাদের ছেড়ে দেয়া হয়।
রোববার (১০ আগস্ট) সকালে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলাপাড় (১২৩৪ পিলার) এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের মরহুম আকমত আলীর ছেলে নুরু মিয়া(৫৫), মরহুম আলী মিয়ার ছেলে মনা মিয়া (৬০) ও আব্দুল হক (৬৫) (ষোল ঘইরা)।
বাঁশতলা ও বাংলাবাজার বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ মধ্যবর্তী সীমান্ত এলাকায় মাছ ধরতে গেলে ভারতীয় বিএসএফ তাদের আটক করে এবং বাংলাদেশ সীমান্ত হতে ১৪টি গরু ধরে নিয়ে যায়। পরে ওইদিন বিকেলেই তাদের ছেড়ে দেয় বিএসএফ।
জানা যায়, ভারতীয় গারু সম্প্রদায়ের বাড়ি থেকে একটি ট্রাক্টরের মেশিন চুরি হয়। আর তাদের সন্দেহ এটা বাংলাদেশের মানুষজন করেছে। এমন অভিযোগে বাংলাদেশী নাগরিকদের ও গরু নিয়ে যায় বিএসএফ। তাদের মেশিন ফেরত দিলে মানুষ ও গরু ফেরাত দেয়া হবে এমন প্রস্তাবে আটক বাংলাদশী নাগরিকদের পরিবার একটি মেশিন কিনে দেয়। মেশিন কিনে ভারতীয়দের দেয়ার পর বাংলাদশী এই তিনজন নাগরিকসহ ১৪টি গরু ফেরত দেয় ভারত।
এবিষয়ে বাংলাবাজার বিজিবি ক্যাম্পের কমান্ডার (নায়েব সুবেদার) মুঞ্জুরুল ইসলাম বলেন, ‘মাছ ধরা অবস্থায় তাদের আটক করে নেয় বিএসএফ। পরে বিকেলেই ছেড়ে দেয় তারা। বাংলাদেশের ও ভারতীয় নাগরিকদের মধ্যে আভ্যন্তরীন ঝামেলা থাকতে পারে তবে সেটা আমরা জানি না।‘