বাংলাদেশের মানুষের উন্নয়নের প্রতীক ধানের শীষ : দুলু

শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
বক্তব্য রাখেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
বক্তব্য রাখেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু |নয়া দিগন্ত

বিএনপির সাবেক মন্ত্রী ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বাংলাদেশের মানুষের উন্নয়নের, শান্তির, জীবনের নিরাপত্তা দিতে পারে ধানের শীষ ও মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে। নলডাঙ্গার মাটি ধানের শীষের।’

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘নলডাঙ্গার মানুষ আগে চলাচলের জন্য নৌকা ব্যবহার করতো, কোনো রাস্তা-ঘাট ছিল না,

বিএনপি ক্ষমতায় থাকাকালীন বিলের মধ্য দিয়ে রাস্তা করে দিয়েছে। নলডাঙ্গায় কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দেয়া হবে না। সন্ত্রাসীদের স্থান নলডাঙ্গায় হবে না। এছাড়া নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগামী ৭ ডিসেম্বর থেকে রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হবে।’

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো: রহিম নেওয়াজ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, যুগ্ম আহ্বায়ক মো: মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য মো: নাসিম উদ্দীন নাসিম, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন, জেলা শ্রমিক দলের সদস্য সচিব ও নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম বুলবুল ও নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মো: আব্বাস আলী নান্নুসহ প্রমুখ।