রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ীতে গোপালগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী রবীন্দ্রনাথ সন্ন্যাসীর মৃত্যু হয়েছে।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
রাজবাড়ী জেলার মানচিত্র
রাজবাড়ী জেলার মানচিত্র |নয়া দিগন্ত

রাজবাড়ীতে রাজশাহীমুখী গোপালগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রবীন্দ্রনাথ সন্ন্যাসী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশন মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে গোপালগঞ্জ এক্সপ্রেস স্টেশন অতিক্রম করার সময় তিনি হঠাৎ রেললাইনে পড়ে গেলে ট্রেনে কেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, রবীন্দ্রনাথ সন্ন্যাসীর বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।