পাথরঘাটায় মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

Location :

Patharghata
পাথরঘাটায় মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান।
পাথরঘাটায় মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান। |নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটায় পারফরম্যান্স বেজড গ্রান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের (এসইডিপি) উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসইডিপির সহকারী পরিচালক ড. নাজমিন আফরোজ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো: ফারুক, বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা আবু জাফর সালেহ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহসান, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু সালেহ জসিম, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম, মডেল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন খান।

এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালযয়ের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট এবং সনদ তুলে দেয়া হয়।