ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা

স্বামীকে খুঁজে না পেয়ে সকালে সোনিয়া আক্তার থানায় আসে। একই সময় জরুরী সেবা-৯৯৯ এ ফোন আসে যে মধ্যনগরে একটি রক্তাক্ত লাশ পাওয়া গেছে।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
নারায়ণগঞ্জের ম্যাপ।
নারায়ণগঞ্জের ম্যাপ। |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমন খলিফা (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১ ডিসেম্বর) সকালে মধ্য নরসিংপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশের রাস্তা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথার পেছনে, পিঠে ও কোমরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

নিহত সুমন বরিশালের আগৈলঝাড়া উপজেলার মন্টু খলিফার ছেলে।

নিহতের স্ত্রী সংগীতশিল্পী সোনিয়া আক্তার বলেন, ‘রোববার রাতে দু’জনে ফতুল্লার পঞ্চবটি এলাকায় একটি গানের অনুষ্ঠানে যাই। অনুষ্ঠান চলাকালে সুমন বাইরে বের হয়ে আর ফিরে আসেনি। তাকে খুঁজতে গিয়ে সোমবার সকালে হত্যার খবর পাই।’

তাদের সহযোগী হারমোনিয়াম বাদক ইউনুস সরকার জানান, রাতভর গান শেষে সকাল সাড়ে ৫টার দিকে তারা চিটাগাং রোড হয়ে বাসায় যাবার পথে অক্টোঅফিস মোড়ে পৌঁছা মাত্র পেছন থেকে মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তাদের গতিরোধ করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনার পর তারা ছিনতাই ও নিখোঁজ সুমনের বিষয়টি পুলিশকে অবগত করে। পুলিশ তখন লাশ উদ্ধারের ঘটনাটি তার স্ত্রীকে জানায়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, স্বামীকে খুঁজে না পেয়ে সকালে সোনিয়া আক্তার থানায় আসে। একই সময় জরুরী সেবা-৯৯৯ এ ফোন আসে যে মধ্যনগরে একটি রক্তাক্ত লাশ পাওয়া গেছে। বিষয়টি সোনিয়া কে অবগত করলে সে লাশের ছবি দেখে শনাক্ত করে নিহত ব্যক্তিটি তার স্বামীর।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।’

Topics