বরগুনা জেলার বেতাগী উপজেলায় টানা গত কয়েকদিনের ভারি বর্ষণে পৌরসভা ও নিম্নাঞ্চলের পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। শহরের বিভিন্ন ওয়ার্ডে বাসিন্দাদের ঘরে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বেতাগী পৌরসভার ১, ২, ৩,৪,৮ ও ৯ নম্বর ওয়ার্ডসহ কাজিরাবাদ, হোসনাবাদ, বটতলা, ছোট মোকামিয়া , বুড়ামজুমদার, মোল্লার হাট ও সরিষামুড়িসহ নিম্নাঞ্চলগুলোতে পানি জমে রয়েছে। কোথাও কোমরসমান আবার কোথাও হাঁটুসমান পানি জমে আছে। এতে রান্না, চলাফেরা ও দৈনন্দিন কাজকর্মে বিঘ্ন ঘটছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভায় পানি নিষ্কাশনের সুপরিকল্পিত ব্যবস্থা না থাকায় প্রতিবছরই একটু ভারি বৃষ্টিতেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এবারে লাগাতার বৃষ্টিপাতে পরিস্থিতি আরো ভয়াবহ হয়েছে। ছোট ছোট খাল ও ড্রেনগুলো বৃষ্টির পানিতে উপচে পড়ছে, কোথাও আবার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
পৌর শহর নিম্নাঞ্চলের গ্রামের ভুক্তভোগীরা বলেন , ‘আমাদের রান্না করার মতো অবস্থা নেই। পানির মধ্যে বাস করছি, বাড়ি থেকে বের হতে সমস্যা হচ্ছে।’
পৌর শহরের বাজার এলাকায় জোয়ারের সময় বিষখালী নদীর পানি ঢুকে দুর্ভোগে পোহাতে হচ্ছে। পৌর শহরের মাছ বাজার, সবজি বাজার জোয়ারের সময় পানিতে তলিয়ে যায় এবং ভাটির সময় পানি বের হয় যায়।
এ বিষয়ে বেতাগী পৌরসভার বন্দর ব্যবসায়ী সমিতির যুগ্ম-আহ্বায়ক ও ব্যবসায়ী সায়েদ মল্লিক বলেন, ‘বর্ষাকালে জোয়ারের সময় বিষখালী নদীর পানিতে বাজারের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। এ সময় ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে ‘
পৌর প্রশাসক মো: বশির গাজী বলেন, ‘প্রবল বর্ষণে কোথাও কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, খোঁজ খবর নেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত হলে আর্থিক সহায়তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’