বগুড়ায় পিপিপির কর্মশালায় সচিব মোহাম্মাদ রফিকুল ইসলাম

সরকারের সাথে যৌথ বিনিয়োগে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে

‘মানুষ ভালো সেবা চায়। তাই বেশি টাকা খরচ করে সরকারি হাসপাতালের পরিবর্তে বেসরকারি হাসপাতালে সেবা নিতে ভিড় করেন। এ খাতে বেসরকারি বিনিয়োগকারীরা সরকারের সাথে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণ করতে পারেন।’

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogra Sadar
বগুড়ায় পিপিপির কর্মশালায় সচিব মোহাম্মাদ রফিকুল ইসলাম
বগুড়ায় পিপিপির কর্মশালায় সচিব মোহাম্মাদ রফিকুল ইসলাম |নয়া দিগন্ত

পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের সচিব মোহাম্মাদ রফিকুল ইসলাম বলেছেন, ‘সরকারের সাথে যৌথ বিনিয়োগে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে।’

সোমবার (২৩ জুন) বগুড়ার হোটেল নাজ গার্ডেনে পিপিপি কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মাদ রফিকুল ইসলাম বলেন, ‘দেশের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। যেসব প্রকল্পে সরকার বিনিয়োগে অপারগ হবে সেসব প্রকল্পে সরকারের সাথে বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যৌথভাবে বিনিয়োগের জন্য এগিয়ে আসতে হবে। তাহলে দেশ দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাবে। ইতোমধ্যে দেশের মধ্যে বিভিন্ন প্রকল্প পাবলিক ও প্রাইভেট পার্টনারশিপের বিনিয়োগে বাস্তবায়ন হচ্ছে। এ ছাড়া ছয়টি দেশের সাথে একইভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন চলছে।’

তিনি আরো বলেন, ‘মানুষ ভালো সেবা চায়। তাই বেশি টাকা খরচ করে সরকারি হাসপাতালের পরিবর্তে বেসরকারি হাসপাতালে সেবা নিতে ভিড় করেন। এ খাতে বেসরকারি বিনিয়োগকারীরা সরকারের সাথে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণ করতে পারেন।’

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পিপিপি কর্তৃপক্ষের ওই কর্মশালায় রাজশাহী ও রংপুর বিভাগের সরকারি কর্মকর্তা ও বিনিয়োগকারী অংশ নেন। রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার পারভেজ রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিপি কর্তৃপক্ষের মহাপরিচালক এ কে এম আবুল কালাম আজাদ, এডিবির প্রজেক্ট কো-অর্ডিনেটর এ এম আল আমিন, প্রজেক্ট ডিরেক্টর কাজী ফিরোজ হোসেন ।