পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘দেশের জন্য আমাদের নিজেদেরকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতার দিকও চিন্তা-চেতনায় রাখতে হবে। নতুন প্রত্যয়ে নতুন বছরে আমাদের শুরু হোক পথচলা।’
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এ বছর আমরা চেষ্টা করেছি বছরের প্রথম দিনে বই দিতে। অন্য সময় বই দিতে অনেকটা সময় লেগে যেতো। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। নতুন বছরের শুরুতেই বই হাতে পাওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে বলে আশা করি।’
শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘একটাই কথা— আমাদের বাচ্চাদের ডাক্তার, প্রকৌশলী, উকিল বানানোর জন্য শুধু লেখাপড়া করলেই হবে না, শিশুদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’
বই বিতরণ কার্যক্রমের সভাপতিত্ব করেন ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মো: কামরুল হুদা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও ইউনুছ খান-মাহমুদা খানম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: ফরিদুর রহমান খান। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সকল শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ।
এ সময় তিনি বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেন এবং শিশুদের সাথে কুশল বিনিময় করেন। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত হয় কোমলমতি শিক্ষার্থীরা।



