রাজবাড়ীর কালুখালী চাঁদপুর সেতুর নিচ থেকে আসলাম প্রামাণিক (৪৫) নামে এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ডের পাশ দিয়ে প্রবাহিত চন্দনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আসলাম প্রামাণিক জেলার পাংশা উপজেলার চর-লক্ষিপুর গ্রামের পিয়ার আলী পেনু প্রামাণিকের ছেলে।
নিহতের চাচাতো ভাই সিদ্দিক প্রামাণিক লাশের পরিচয় শনাক্ত করে জানান, আসলাম প্রামাণিক গতকাল ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরে সকালে স্থানীয়দের মাধ্যমে শুনে ঘটনাস্থলে এসে আসলামের লাশ দেখতে পাই।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, ‘ধারণা করছি, গভীর রাতে ইজিবাইকটি ছিনতাইয়ের উদ্দেশে দুর্বৃত্তরা চালক আসলামকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে চাঁদপুর সেতু থেকে নদীতে ফেলে পালিয়ে যান।’