১১ ডিসেম্বর, মুন্সীগঞ্জ হানাদারমুক্ত দিবস। জেলার ইতিহাসে দিনটি বিশেষ গৌরবের, কেন না ১৯৭১ সালের এ দিনেই শত্রুমুক্ত হয় পুরো এলাকা। দিবসটি স্মরণে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে শহরের কাচারীতে অবস্থিত মুক্তিযোদ্ধাদের নামসংবলিত স্মৃতিফলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
পরে উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, পৌরসভা, সরকারি দফতর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মহসিন মিয়াসহ অন্য অতিথিরা। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এছাড়া মুন্সিগঞ্জ প্রেস ক্লাব, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি হরগঙ্গা কলেজ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।



