সিলেটে পৌর ছাত্রদল নেতার বিরুদ্ধে ছুরিকাঘাতে যুবক খুনের অভিযোগ

এ ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেখ রাজু আহমদের বাড়ি উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে বলে জানা গেছে।

সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, গোলাপগঞ্জ (সিলেট)

Location :

Golapganj
শেখ রাজু আহমদ
শেখ রাজু আহমদ |নয়া দিগন্ত

সিলেটের গোলাপগঞ্জে ছাত্রদল নেতা শেখ রাজু আহমদের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জেরে জসিম আহমদ রনি (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে।

শনিবার ( ৯ আগস্ট) আনুমানিক দেড়টার দিকে উপজেলার সদরের গোলাপগঞ্জ মডেল থানার কাছে কদমগাছ তলা পয়েন্টের খাদ্য গুদামের পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেখ রাজু আহমদের বাড়ি উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে বলে জানা গেছে।

নিহত জসিম আহমদ রনি উপজেলার ৯ নম্বর পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া উত্তর পাড়া গ্রামের আজিব উদ্দিনের ছেলে। নিহত জসিম ঘটনাস্থলের পাশে কদমগাছতলা পয়েন্টের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন।

পৌর ছাত্রদল নেতার হামলায় জসিম আহমদ রনি খুনের বিষয়টি লোক মারফত শুনেছেন বলে এ প্রতিবেদককে জানান আমুড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তাক আহমেদ।

রোববার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলা সদরের গোলাপগঞ্জ মডেল থানার কাছে উপজেলা খাদ্য গুদামের পাশে পূর্বশত্রুতার জের ধরে পৌর ছাত্রদল নেতা শেখ রাজু আহমদের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে জসিম আহমদ রনিকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা জসিম আহমদ রনিকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এএসপি সার্কেল (গোলাপগঞ্জ) শাহ আলম জসিম আহমদ রনিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে খুন করার বিষয়টি নিশ্চিত করেছেন।