নালিতাবাড়ী (শেরপুর) সংবাদাতা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কে মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় মাজেদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বাঘবেড় ইউনিয়নের সন্ন্যাসীভিটা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাজেদা বেগম ওই এলাকার মো: হাদিউল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে মাজেদা বেগম বাড়ির সামনে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় নালিতাবাড়ীর দিকে আসা একটি বেপরোয়া গতির মাহিন্দ্রা ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক্টরটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



