চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ১৪৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

সোমবার (২৯ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

নূরুল মোস্তফা কাজী, চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
চট্টগ্রাম-১১ আসনে বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থী ডা: এ কে এম ফজলুল হক মনোনয়নপত্র জমা দেন
চট্টগ্রাম-১১ আসনে বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থী ডা: এ কে এম ফজলুল হক মনোনয়নপত্র জমা দেন |নয়া দিগন্ত

চট্টগ্রাম মহানগরী ও জেলার ১৬টি সংসদীয় আসনে ১৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

কমিশন সূত্র জানায়, এসব সংসদীয় আসনে ২৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ১৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৯ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ৫ জন, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড ও চট্টগ্রাম মহানগরীর আংশিক) আসনে ১০ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ১০ জন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ৫ জন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ৯ জন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে ৯ জন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ১২ জন, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী-খুলসী) আসনে ১১ জন, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ১২ জন, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১১ জন, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে ৯ জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ৯ জন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ৩ জন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন।