চাঁদপুরের হাজীগঞ্জে তালিকাভুক্ত চার মাদককারবারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৮০০ পিস নকল ইয়াবা ও ৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
রোববার (২৪ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের বাউরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
যৌথবাহিনীর সূত্র জানায়, গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদককারবারি ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে যৌথবাহিনী বাউরা এলাকায় অভিযান চালায়।
অভিযানে লিটন (৫৫), সুমন (২৫), সাগর (২৮) ও ইয়াসমিনকে (২১) গ্রেফতার করা হয়।
অভিযান শেষে গ্রেফতার ব্যক্তিদের ও জব্দকৃত মাদকদ্রব্য হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদককারবারের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে।