চাটমোহরে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

দু’জনের বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক মামলা রয়েছে। আজ শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মো: নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)

Location :

Pabna
গ্রেফতার আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা।
গ্রেফতার আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা। |নয়া দিগন্ত

পাবনার চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দু’নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার ডিবি গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বামন গ্রামের বাসিন্দা নবীর উদ্দিন মোল্লা (৭০) ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও পৌর সদরের মধ্য শালিখা মহল্লার বাসিন্দা মনোয়ার হোসেন (৫৪)।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনজুরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ডিবি গ্রাম ইউনিয়নের বামন গ্রাম নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা নবীর উদ্দিন মোল্লাকে এবং এদিন রাতে মধ্য শালিখা মহল্লার নিজ বাড়ি থেকে সেচ্ছাসেবক লীগ নেতা মনোয়ারকে গ্রেফতার করা হয়। এ দু’জনের বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক মামলা রয়েছে। আজ শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।