খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বিশেষ প্রশিক্ষণ চলার সময় মো: মোতালেব হোসেন(৩১) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মৃত্যুবরণ করেছেন।
বুধবার (২ জুলাই) সকাল ৬টার দিকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে(এএসটিসি) এ ঘটনা ঘটে।
মৃত মো: মোতালেব হোসেনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়।
জানা যায়, এএসআই মো: মোতালেব হোসেন সেকশন লিডার কোর্সে (এসএলসি) অংশ নিচ্ছিলেন। সকালে প্যারেড ট্রেনিংয়ে(পিটি) অংশ নেয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এএসআই মো: মোতালেব হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, তার লাশ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে রয়েছে।
ওসি আরো জানান, মোতালেব হোসেন ময়মনসিংহ শিল্প পুলিশ পাঁচ কর্মরত ছিলেন এবং ছয় সপ্তাহের এ কোর্সে অংশ নিতে খাগড়াছড়িতে এসেছিলেন। তার মৃত্যুতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।



