রৌমারীতে ২২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম)

Location :

Kurigram
রৌমারী থানা
রৌমারী থানা |সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারীতে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ রফিকুল হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতা করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) সকাল ৭টার দিকে উপজেলার চরনতুন বন্দর গ্রামের অভিযান চালিতে তাকে গ্রেফতার করা হয়।

রফিকুল হাসান ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

রফিকুল হাসান দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জরিত বলে এলাকাবাসী সুত্রে জানাযায়। রফিকুল হাসান ইতোপূর্বে আরো একবার ২২ হাজার পিস ইয়াবাসহ পুলিশ কতৃক গ্রে প্তার হয়েছিল।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চরনতুন বন্দর গ্রামের অব. সেনাসদস্য আনোয়ার হোসেনের ছেলে রফিকুল হাসানের বাড়িতে অভিযান চালিয়ে তার থাকা ঘর থেকে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।