সিলেটের সাদাপাথর লুটকাণ্ডের সত্য উদঘাটন করতে স্মারকলিপি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
রোববার (৩১ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবরে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেয়া হয়।
এছাড়া এর অনুলিপি সিলেট বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি ও দুদকের জেলা কার্যালয়ের উপ-পরিচালকের কাছেও দেন এনসিপির নেতারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আমরা গভীর দুঃখ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সম্প্রতি কতিপয় কুচক্রী মহল দুদকের নাম ভাঙিয়ে উদ্দেশ্যমূলকভাবে এনসিপির জেলা ও মহানগরের প্রধান সমন্বয়কারীর বিরুদ্ধে সাদাপাথর লুটপাটের মিথ্যা সংবাদ প্রচার করেছে। এ ধরনের অসত্য ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের ফলে আমাদের দুই প্রধান সমন্বয়কারীর ব্যক্তিগত মান-মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি আমাদের রাজনৈতিক দলের ভাবমূর্তিও কলঙ্কিত হচ্ছে। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যা জাতীয় নাগরিক পার্টিকে দুর্বল করার অপপ্রয়াস।
এ সময় মিথ্যা সংবাদ প্রচারের জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ, দুদকের নামে প্রকাশিত মিথ্যা ও প্রমাণবিহীন প্রতিবেদন অবিলম্বে প্রত্যাহার ও প্রকৃত তথ্য যাচাইপূর্বক সত্য উদঘাটন করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানান এনসিপি নেতারা।
স্মারকলিপি প্রদানকালে এনসিপির সিলেট মহানগর শাখার যুগ্ম-সমন্বয়ক আবু সাদেক মোহাম্মদ খাইরুল ইসলাম, জেলা শাখার যুগ্ম-সমন্বয়ক কামরুল ইসলাম আরিফ, ফয়সাল আহমেদ, মহানগরের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাহমান আবজল, কিবরিয়া সারওয়ার, তারেক আহমদ বিলাস ও জেলার যুগ্ম-আহ্বায়ক সালমান খুরশিদ, জেলা এনসিপির সদস্য নুরুল ইসলাম, মনিরুল সাকিব, সেলিম আহমদ ও আব্দুল ওয়াদুদ শিপন উপস্থিত ছিলেন।