লক্ষ্মীপুরে যৌথবাহিনীর পৃথক অভিযানে আটক ২

ফরিদ উদ্দিনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদরসহ বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও ফৌজদারি মামলা রয়েছে। এছাড়া মাদককারবারিদের আশ্রয় দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur
যৌথবাহিনীর অভিযানে আটক আসামিরা
যৌথবাহিনীর অভিযানে আটক আসামিরা |নয়া দিগন্ত

লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকায় যৌথবাহিনীর পৃথক অভিযানে ফরিদ উদ্দিনকে অস্ত্র ও নগদ অর্থসহ আটক করা হয়েছে। এ সময় তার সহযোগী নাঈমের বাড়ি থেকে মাদকসামগ্রী উদ্ধার করা হয়।

এদিকে সোমবার (১১ আগস্ট) ভোরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ উত্তর জয়পুর ইউনিয়নের কংসনারায়নপুর গ্রাম থেকে কদু আলমগীর নামে একজনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

এর আগে রোববার (১০ আগস্ট) গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো: রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেয়া তথ্য অনুযায়ী তার সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে মদ, ইয়াবা, গাঁজা ও অন্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সেনাবাহিনী ও স্থানীয় সূত্র জানায়, ফরিদ উদ্দিনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদরসহ বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও ফৌজদারি মামলা রয়েছে। এছাড়া মাদককারবারিদের আশ্রয় দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ক্যাপ্টেন রাহাত খান বলেন, ‘আটক ফরিদ উদ্দিন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। আটকের পর অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।’