নাটোরে গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের বিশাল গণমিছিল

‘প্রয়োজনে আবারো বুকের তাজা রক্ত ঢেলে দেব, তবুও এই দেশ নিয়ে আর কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না।’

আব্দুস সালাম, নাটোর

Location :

Natore
গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের বিশাল গণমিছিল
গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের বিশাল গণমিছিল |নয়া দিগন্ত

নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে মাদরাসা মোড় জিরো পয়েন্ট থেকে জেলা জামায়াতের উদ্যোগে এই গণমিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় মিছিলটি মাদরাসা মোড় জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মাদরাসা মোড়ে গিয়ে শেষ হয়।

বিশাল গণমিছিলে আগে সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির ও (নাটোর সদর-নলডাঙ্গা-২) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মো: ইউনুস আলী, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো: সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি (বড়াইগ্রাম-গুরুদাসপুর-৪) আসনের সংসদ সদস্য প্রার্থী মো: আব্দুল হাকিম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও (সিংড়া-৩) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান। শহর আমির মাওলানা মো: রাশেদুল ইসলাম রাশেদ, সদর উপজেলা আমির অধ্যাপক মীর নুরুন্নবী ও ছাত্রশিবিরের জেলা সভাপতি মো: জাহিদ হাসান।

এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্ত ও জীবনের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা দেশকে নিয়ে আর কোনো ষড়যন্ত্র হতে দেব না । একটি পক্ষ জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রয়োজনে আবারো বুকের তাজা রক্ত ঢেলে দেব, তবুও এই দেশকে নিয়ে আর কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না। জুলাই বিপ্লবে আহতদের জন্য দোয়া ও শহীদদের জন্য জান্নাতের উচ্চ মাকাম কামনা করেন তারা।