মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন সোমবার পাবনার পাঁচটি আসনে মোট ৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের পাঁচজন করে এবং গণফোরাম থেকে দু’জন, গণঅধিকার পরিষদ, সুপ্রিম পার্টি, এবি পার্টি, সিপিবি ও নাগরিক ঐক্যের একজন করে এবং স্বতন্ত্র থেকে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, পাবনা-১ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ভিপি শামসুর রহমান (বিএনপি), ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (জামায়াত, অধ্যাপক আবু সাইয়িদ (স্বতন্ত্র), মো: জাহাঙ্গীর হোসেন (স্বতন্ত্র), ডা: মো: শফিকুল ইসলাম (স্বতন্ত্র), ইউনুস আলী (স্বত্রন্ত্র), খায়রুন নাহার খানম (স্বতন্ত্র), মো: আব্দুল গণি (ইসলামী অনোাদলন), মাসুদুল হক (স্বতন্ত্র)।
পাবনা-২ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন এ কে এম সেলিম রেজা হাবিব (বিএনপি), মো: হেসাব উদ্দিন (জামাাত), আফজাল হোসেন খান কাশেমী (ইসলামী আন্দোলন), নাসির উদ্দিন (গণফোরাম), মেহেদী হাসান রুবেল (জাতীয় পার্টি)।
পাবনা-৩ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন হাসান জাফির তুহিন (বিএনপি), কে এম আনোয়ারুল ইসলাম (স্বতন্ত্র-জেলা বিএনপি নেতা ও সাবেক এমপি), সরদার আশা পারভেজ (গণফোরাম), আলী আসগার (জামায়াত), মীর নাদিম মো: ডাবলু (জাতীয় পার্টি), হাসানুল ইসলাম রাজা (গণঅধিকার পরিষদ), আব্দুল খালেক (ইসলামী আন্দোলন), মাহবুবুর রহমান জয় (বাংলাদেশ সুপ্রিম পার্টি)।
পাবনা-৪ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন হাবিবুর রহমান হাবিব (বিএনপি), আবু তালেব মন্ডল (জামায়াত), সিরাজুল ইসলাম সর্দার (স্বতন্ত্র-বিএনপির সাবেক সভাপতি), জাকারিয়া পিন্টু (স্বতন্ত্র-জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক), জামিল আকতার এলাহি (বিদ্রোহী), কমরেড সোহাগ হোসেন (সিপিবি), সাইফুল আজাদ মল্লিক (জাতীয় পার্টি), মাওলানা আনোয়ার হোসেন শাহ (ইসলামি আন্দোলন), শাহনাজ হক (নাগরিক ঐক্য)।
পাবনা-৫ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস (বিএনপি), ইকবাল হোসেন (জামায়াত), আব্দুল মজিদ মোল্লা (এবি পার্টি), নাজমুল হোসেন (ইসলামী আন্দোলন)।



