প্রতি বছরের ন্যায় ভান্ডারিয়া বন্দরে ৯ থেকে ১৭ বৈশাখ মহাগ্রন্থ পবিত্র আল কোরআনের তাফসিরুল মাহফিল অনুষ্টিত হয়। এ বৎসর ২২ এপ্রিল ৬৯তম মাহফিল অনুষ্টিত হওয়ার কথা থাকলেও কমিটি গঠন নিয়ে উপজেলা বিএনপির দুই পক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল চলছে। এ কারণে ধর্মপ্রাণ মানুষ ভিষণ ক্ষোভ প্রকাশ করেছে।
জানা গেছে, প্রতিবছরে ন্যায় এ বৎসরও তাফসির কমিটি সভাপতি জাতীয় পার্টি জেপির আহ্বায়ক আলহাজ মনিরুল হক মনি জোমাদ্দার তাফসিরের আয়োজন করেন এবং তাফসিরের লিফলেট প্রচার করা হয়। ফলে তাকে ফ্যাসিস্টদের দোসর আখ্যয়িত করে ১৭ এপ্রিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনির আকনের নেতৃত্বে ভান্ডারিয়া পৌর শহরসহ উপজেলা চত্বরে তাফসির কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। পরে উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন আরাফাত রানা বিএনপির নেতাকর্মীর দাবির মুখে ওই তাফসির কমিটি ভেঙে দিয়ে স্থানীয় মাওলানা আব্দুল জলিলকে আহ্বায়ক করে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের নিয়ে একটি নতুন কমিটি গঠন করে দেন এবং ওই মাহফিলে প্রধান অতিথি করা হয় উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ সোহেল মঞ্জর সুমনকে এবং তা লিফলেট করে ছড়িয়ে দেয়া হয়।
আরো জানা গেছে, এ ঘটনার পর নবগঠিত কমিটি বাতিলের দাবিতে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর হোসেন ও ভান্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে অপর একটি গ্রুপ ফুসে উঠে এবং সোমবার সকালে (২১ এপ্রিল) ভান্ডারিয়া উপজেলা চত্বরে বিক্ষোভ সমাবেশ করে। তার আগে মাহফিলের প্রধান অতিথি নিয়ে আপত্তি তোলেন আব্দুল মান্নান। এমনকি এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে আপত্তি তোলেন। দুটি ঘটনাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী বলে জেলা বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিরোজপুরের ভান্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদারের দলীয় পদ স্থগিত করেছে।
সোমবার (২১ এপ্রিল) রাতে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান ওরফে লাভলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার দলীয় পদ স্থগিত করা হয়।
ওই নোটিশে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে আব্দুল মান্নানের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় তার পৌর বিএনপির আহ্বায়কের পদ সাময়িক স্থগিত করা হলো। একই সাথে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির, আবু বক্কর সিদ্দিক বাদল ও সরদার কামরুজ্জামান চাঁন। তদন্ত কমিটিকে চিঠি পাওয়ার পাঁচ দিনের মধ্যে জেলা বিএনপি বরাবরে প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।
এ বিষয়ে ভান্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার বলেন, পতিত সরকারের নেতাকর্মীদের নিয়ে মাহফিল আয়োজন কমিটি গঠন করা হয়েছিল। আমি সরাসরি এই ঘটনার প্রতিকার করেছি। তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
তিনি আরো বলেন, কেন্দ্র ছাড়া জেলা বিএনপি আমার সদস্যপদ স্থগিত করার ক্ষমতা রাখে না। এমনকি পদ স্থগিতের আগে আমাকে কারণ দর্শানোর কোনো নোটিশ দেয়া হয়নি।
জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, পৌর বিএনপির দায়িত্বশীল পদে থেকে এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ থাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এই কারণে তার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
গঠনতন্তের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ঊর্ধ্বতন নেতাদের সাথে মৌখিকভাবে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।