চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত সি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে জিএসটি সি-ইউনিটভুক্ত বাণিজ্য শাখার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টার দিকে শেষ হয়।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সি-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৩১৩ জন এবং অনুপস্থিত ছিল ২৫ জন শিক্ষার্থী। শতকরা পরীক্ষার্থী উপস্থিতির হার ৯২ দশমিক ০৬ শতাংশ। এ সময় চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন উপস্থিত ছিলেন।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, ‘কোনো ধরনের সমস্যা ছাড়াই সি-ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘পরীক্ষা কার্যক্রমে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য চাঁদপুর জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি।
এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কন্ট্রোল রুম, শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক, অভিভাবকদের জন্য বসার স্থান, কেউ অসুস্থ হলে তার জন্য অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম, আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশি ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ যথাযথ উদ্যোগ গ্রহণ করে।
উল্লেখ্য, এবার দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় জিএসটিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।