রায়পুরায় অটোরিকশা চালককে গলাকেটে হত্যা

নিহত শাহাদাত হোসেন রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের আদিয়াবাদ দক্ষিণ পূর্বপাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
রায়পুরা থানা
রায়পুরা থানা |সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় শাহাদাত হোসেন (১৬) নামে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের গাবতলী-আমিরগঞ্জ সড়কের বদরপুর সেতুর কাছে এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের আদিয়াবাদ দক্ষিণ পূর্বপাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দরিদ্র পরিবারের সন্তান কিশোর শাহাদাত হোসেন স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত। পাশাপাশি মাঝে মধ্যে তার বড় ভাই ইয়াছিন হোসেনের অটোরিকশা চালাত। সম্প্রতি ধানকাটার মৌসুম থাকায় বড় ভাই ধান কাটায় ব্যস্ত ছিল। এ সময় কিশোর শাহাদাত তার বড় ভাইয়ের অটোরিকশা নিয়ে সকালে বাড়ি থেকে বের হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা পাশের এলাকা গাবতলী-আমিরগঞ্জ সড়কের বদরপুর সেতু-সংলগ্ন সড়কের পাশে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। আর একটু দূরেই তার অটোরিকশা পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে শাহাদতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

নিহতের ভাই ইয়াছিন বলেন, ‘ছিনতাইকারী চক্র আমার ভাইয়ের কাছ থেকে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু শাহাদাত তার রিকশাটি দিতে চায়নি। এ অবস্থায় তারা আমার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে নির্মমভাবে হত্যা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতে না পেরে গলাকেটে চালককে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।