পাটগ্রাম সীমান্তে আবারো বিএসএফের পুশইন

৬ ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দিল বাহিনী

শনিবার ভোরে শ্রীরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে তাদেরকে পুশইন করানো হয়।

আমিনুর রহমান বাবুল, পাটগ্রাম (লালমনিরহাট)

Location :

Patgram
পুশইন হওয়া ভারতীয় নাগরিকরা
পুশইন হওয়া ভারতীয় নাগরিকরা |নয়া দিগন্ত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে আবারো ছয়জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ শনিবার ভোরে শ্রীরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। বিএসএফের এমন কর্মকাণ্ডের জেরে বিজিবি, বিএসএফ ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করেছে এবং স্থানীয় জনতাও বিএসএফের মোকাবিলার জন্য পাহারায় রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে রতনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ৮৫৩-এর কাছ দিয়ে ছয়জন ভারতীয় নাগরিককে পুশইন করে। এদের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী, এবং তারা সবাই মুসলিম সম্প্রদায়ের।

ঘটনার প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বিএসএফের এই নিন্দনীয় কাজের তীব্র নিন্দা করে বলেন, ‘পুশইন করার আগে তাদের (পুশইনকৃত ব্যক্তিদের) বেধড়ক মারধর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। তাদের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। এটা সম্পূর্ণ অমানবিক।’

আরেক প্রত্যক্ষদর্শী জানান, ভোর ৫টায় তিনি ঘটনাটি জানতে পারেন এবং ঘটনাস্থলে গিয়ে দেখেন, ছয়জন ভারতীয় নাগরিককে বিএসএফ পুশইন করেছে। তারা হিন্দিতে কথা বলছিলেন এবং ভারতীয় এমপি ও এমএলএ-দের নাম বলছিলেন। তাদের সাথে থাকা পরিচয়পত্রগুলোও বিএসএফ কেড়ে নিয়েছে।

স্থানীয়দের দাবি, বিজিবি পতাকা বৈঠকের জন্য আহ্বান জানালেও বিএসএফ তাতে সাড়া দেয়নি।

স্থানীয় সূত্র জানায়, পুশইনের শিকার হওয়া ছয়জন নাগরিককে ভোরে শ্রীরামপুর ইউনিয়নের কমলার বাজার থেকে আটক করে স্থানীয় জনতা। পরে বিজিবিকে খবর দিলে শ্রীরামপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের হেফাজতে নেয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত, পুশইনের শিকার হওয়া ভারতীয় নাগরিকরা সীমান্তের নোম্যানস ল্যান্ডে বিজিবির কড়া নিরাপত্তায় অবস্থান করছেন।

এ বিষয়ে রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।