কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফাইয়াজ হাসান (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ জুলাই) সকাল ৮টার দিকে পৌরসদরের সৈয়দ্গাঁও এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পাকুন্দিয়া থানা পুলিশ।
নিহত যুবক উপজেলার সৈয়দ্গাঁও গ্রামের আব্দুল খালেকের ছেলে।
যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাখাওয়াৎ হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফাইয়াজ চার ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন এবং সৌদি প্রবাসী ছিলেন। গত দেড় বছর আগে সৌদি আরব থেকে বাড়িতে আসেন। নতুন করে আবার অন্য কোনো দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পাশের বাড়ির সম্পর্কে এক চাচার ঘরের বারান্দার রুমে বেশ কিছুদিন যাবত রাতে থাকতেন তিনি। গতকাল বিকেলেও তাকে বাড়ির চারপাশে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। রাতে ফাইয়াজের মা খাবার খাওয়ার জন্য ডেকে কোনো সাড়া না পেয়ে চলে আসেন। রোববার সকালে আবার তাকে তার মা ডেকে কোনো সাড়া না পেয়ে জানালার ওপর দিয়ে দেখতে পান ঘরের চালার নিচের কাঠের সাথে তার লাশ ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার এসআই আশিষ কুমার দাস জানান, প্রাথমিক আলামত দেখে ধারনা করা হচ্ছে- এটি আত্মহত্যা হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।