সিরাজগঞ্জের তাড়াশে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত দেড়টার দিকে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) জিয়াউর রহমান।
গ্রেফতাররা হলেন, তাড়াশ উপজেলা কৃষকলীগের সাবেক আহ্বায়ক মীর মো: শহিদুল ইসলাম শহিদ ও মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ আলম।
ওসি জিয়াউর রহমান জানান, ‘তারা দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইস্যুতে দায়ের করা মামলার আসামি। এরই পরিপ্রেক্ষিতেই তাদের গ্রেফতার করা হয়েছে।’



