বোয়ালখালীতে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

ভোর ৫টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এস এম রহমান, পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)

Location :

Boalkhali
মুহাম্মদ আরমান তালুকদার (১৮)
মুহাম্মদ আরমান তালুকদার (১৮) |নয়া দিগন্ত

চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে মুহাম্মদ আরমান তালুকদার (১৮) নামের চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) ভোর ৫টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

শিক্ষার্থী আরমান উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ার জহির আহমদের ছেলে।

করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হামিদুল হক মান্নান জানান, সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষে আরমান নিজ ঘরের বিছানায় শুয়ে মোবাইল দেখছিলেন। গভীর রাতে তার পায়ে সাপের ছোবল মারলেও সেদিকে তার খেয়াল ছিল না। পরে ধীরে ধীরে তার খারাপ লাগে। পরে সে ইঁদুরে কামড় দিয়েছে ভেবে বিষয়টিকে পাত্তা দেননি। ক্ষত স্থানে দিয়ে রক্ত ঝরতে থাকে। তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে প্রথমে পটিয়া পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে চমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।