কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু

শনিবার ভোর রাত ৩টা ৪০ মিনিটে কালামপুর এলাকার হাইটেক সিটি সেকশনের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু
ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শনিবার ভোর রাত ৩টা ৪০ মিনিটে কালামপুর এলাকার হাইটেক সিটি সেকশনের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো: নাদির-উজ-জামান জানান, ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্নভিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।