চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের নয়মাইলে পরিবহনের ধাক্কায় পাখিভ্যানের চালকসহ দু’জন নিহত হয়েছেন।
শুক্রবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের পাখিভ্যান চালক আব্দুর রাজ্জাক (৬৫) এবং মাহম্মদজমা গ্রামের খান্দারপাড়ার চাল ব্যবসায়ী সরোয়ার হোসেন (৭০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে তারা পাখিভ্যানে করে সরোজগঞ্জ বাজার যাচ্ছিলেন। পথে নয়মাইল এলাকায় পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত পরিবহন তাদের পাখিভ্যানটিকে পেছন দিক থেকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্থানীয় একটি মসজিদের কয়েকজন মুসল্লি জানান, নামাজ শেষে বেরিয়ে বিকট শব্দ শুনে ছুটে গিয়ে দেখেন, রাস্তায় দু’জন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। অন্ধকার থাকায় ঘাতক পরিবহনটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তারা নিশ্চিত করেছেন এটি পরিবহনের ধাক্কায় ঘটেছে।
ওসি বলেন, খবর পেয়ে সিন্দুরিয়া পুলিশ ক্যাম্প ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ দু’টি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে।



