নিখোঁজের তিন দিন পর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সেরাজপুর গ্রামের বাসিন্দা তরুণ কৃষিবিদ শহীদুল ইসলামের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) মাদারিপুরের শিবচরের সূর্যনগর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, শহিদুল ইসলাম বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকার গুলশান এলাকা থেকে ব্যাংকের কাজ শেষ করে বরিশালে বাড়ির পথে রওনা দেন। দুপুরের পর থেকে শহীদুল ইসলামের মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
নিহত শহীদুল ইসলামের খালাত ভাই রনি দফাদার জানান, শহীদুল ইসলাম স্ত্রী ও দুই ছেলেসন্তান নিয়ে বরিশালে থাকতেন। তার দুই ছেলের বয়স আট বছর ও তিন বছর। তিনি সেরাজপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। তার বাবা-মা দু’জনই বেঁচে আছেন। শহীদুল ইসলামের একমাত্র ভাই এরশাদুল ইসলাম একজন ব্যাংক কর্মকর্তা। শহীদুল ইসলাম আন্তর্জাতিক পর্যায়ের একটি সংস্থায় (সিআইএমএমওয়াইটি) গবেষষণা উন্নয়ন সমন্বয়কারী হিসেবে কর্মরত ছিলেন। তার একমাত্র বোন কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
তিনি আরো জানান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে লেখাপড়া শেষ করে চাকরি করছিলেন নিহত শহীদুল ইসলাম। ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী এই কৃষিবিদ নিখোঁজের পরে লাশ পাওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।



