ঢাকা-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

নবাবগঞ্জ উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা দিলরুবা ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

শওকত আলী রতন, দোহার (ঢাকা)

Location :

Dhaka
মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা-১ জামায়াত প্রার্থী
মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা-১ জামায়াত প্রার্থী |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নজরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নবাবগঞ্জ উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা দিলরুবা ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা শেষে ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি জামায়াতের একজন মনোনীত প্রার্থী। আমাকে এই আসন থেকে ভোটাররা নির্বাচিত করলে এ দু’টি উপজেলার (দোহার ও নবাবগঞ্জ) উন্নয়নে বিশেষ করে শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্যখাতে ব্যাপক পরিবর্তন, প্রবাসীদের সহায়তা সেল ও বেকারত্ব সমস্যা দূরীকরণে বিভিন্ন প্রকল্প গড়ে তোলা হবে ইনশাল্লাহ।’

এ সময় উপস্থিত ছিলেন দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা মুহম্মদ হাবিবুল্লাহ, হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী, জামায়াতে ইসলামী ঢাকা জেলার সহকারী সেক্রেটারি মাওলানা এ বি এম কামাল হোসাইন, নবাবগঞ্জ উপজেলা আমির অ্যাডভোকেট মাওলানা ইব্রাহিম খলিল, দোহার পৌরসভা আমির অধ্যাপক শাখাওয়াৎ হোসেন, নবাবগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মামুনুর রহমান প্রমুখ।