সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আতিকুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Mymensingh
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী নিহত |নয়া দিগন্ত

সৌদি আরবে অফিসের কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আতিকুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে সৌদি আরবের মক্কা শহরের কাছে সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আতিকুল ইসলাম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়ীয়া ইউনিয়নের বীরবখুরা পূর্বপাড়ার গ্রামের হারু মিস্ত্রীর ছেলে।

নিহতের দুলাভাই আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আতিকুল ইসলাম জীবিকার তাগিদে তিন বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে মক্কার নিকটবর্তী শহরে ইমামা কোম্পানিতে তিনি চাকরি করতেন। আতিকুল ইসলামের স্ত্রী ও ২ ছেলে রয়েছে।