দেশে যেন বার বার স্বৈরশাসন ফিরে না আসে, একদলীয় শাসন ব্যবস্থার বিলুপ্তি হয় সেজন্য সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা অথ্যাৎ পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন।
রোববার (৯ সেপ্টেম্বর) বিকেলে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে সকল ভোটের মূল্যায়ন হবে, বহুদলের প্রতিনিধিরা সংসদে মতামত দিতে পারবেন। এতে করে কোনো একক দল ইচ্ছেমতো আইন প্রণয়নসহ জনবিরোধী হয়ে একক ক্ষমতা প্রয়োগ করতে পারবে না।
বৈঠকে জাতীয় রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন জামায়াতের রাজশাহী অঞ্চলের সহকারী জোন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জোন টিম সদস্য প্রফেসর ড. আবুল হাসেম, অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মহানগর আমির ড. মাওলানা কেরামত আলী, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলসহ রাজশাহী অঞ্চলের জেলা আমির ও সেক্রেটারিরা।