কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নে ‘মালেক মাস্টার স্মৃতি ফাউন্ডেশন’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ডিসেম্বর) দুপুরে উপজেলার ৩১ নম্বর লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী (বাবুল), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: ফারুকুল ইসলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম আলী, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মো: কামরুল ইসলাম (মুছা), উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন ও কিশোরগঞ্জ জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক গোলাম নূরানী বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবক ডা: এ কে এম শওকতুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিঙ্গাপুর যুবদলের সহ-সভাপতি মো: ফারিকুল ইসলাম।
এছাড়া সার্বিক সহযোগিতা করেন ছয়সূতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান।
এ সময় এলাকার দু’ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।



