সারাদেশে মব সৃষ্টির প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ

সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ’র সভাপতিত্বে, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রাখেন জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) জুবের আহমেদ জুবের।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সারাদেশে মব সৃষ্টির প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ
সারাদেশে মব সৃষ্টির প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ |নয়া দিগন্ত

সারাদেশে পরিকল্পিতভাবে ছাত্রদলের বিরুদ্ধে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি রেজিষ্ট্রারী মাঠ থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে সমাপ্ত হয়।

সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ’র সভাপতিত্বে, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রাখেন জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) জুবের আহমেদ জুবের।

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ছিলেন- জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, কামরান আহমেদ, জুবায়ের আহমেদ লিলু, এনামুল কবির চৌধুরী সুহেল, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক হোসাইন আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, আব্দুস সামাদ লস্কর মুনিম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মো: আবদুল্লাহ, খায়রুল ইসলাম দুয়েল, আজহার আলী অনিক, শহীদুল ইসলাম অপু, আবুল হোসেন ও জহিরুল ইসলাম আলাল প্রমুখ।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে অশ্লীল স্লোগান দেয়ার পরও ছাত্রদলের নেতাকর্মীরা শান্ত আছে, কারণ আমরা দেশের শান্তি চাই। আমরা সতর্ক করে দিচ্ছি, আগামীতে এ ধরনের অস্থিতিশীল কোনো ঘটনা সৃষ্টি করলে এবং মব ক্রিয়েট করা হলে তার দায়দায়িত্ব সংশ্লিষ্টদের বহন করতে হবে।

তারা আরো বলেন, গুটিকয়েক শিক্ষার্থী শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের ছবি এবং সম্মানহানি করেছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের পক্ষে অবস্থান নেয়নি। আমরা বিশ্বাস করি, ছাত্র সমাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশ বহন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।