জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, যে লক্ষ্য নিয়ে দেশের তরুণেরা জীবন দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছিল; তার ছিটেফোটাও পুরণ হয়নি। জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হলে তরুণদের সজাগ থাকতে হবে।
তিনি বলেন, ৫৪ বছর ধরে চলে আসা অনিয়মের জাল ছিন্ন করে পরিবর্তন আনতে হলে আসন্ন নির্বাচনে গণভোটে হ্যাঁ দিতে হবে। একই সাথে ইনসাফভিত্তিক কলাণরাষ্ট্র বাস্তবায়ন করার জন্য দেশপ্রেমিক ঐক্যজোট তথা ১১দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের বিজয়ী করতে হবে। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আমাদের প্রার্থী শাহজাহান চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করতে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
তিনি বুধবার (২৯ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরীর কেবি কনভেনশন হলে সাতকানিয়া-লোহাগাড়া নাগরিক পরিষদের উদ্যোগে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরী আমির নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছহাক ও এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ নুরুল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা নুরুল হোসাইন, মোস্তাফা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইসচেয়ারম্যান শফিক উদ্দিন, বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ফজল আহমদ হারুন, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল আবচার, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান ইব্রাহীম চৌধুরী, বনফুল এন্ড কোং এর পরিচালক এম এ শুক্কুর, বারআউলিয়া কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিক, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আবুল ফয়েজ ও সাতকানিয়া-লোহাগাড়া প্রবাসী পরিষদের সভাপতি মোহাম্মদ আবু তাহের প্রমুখ। এছাড়া চট্টগ্রাম শহরে অবস্থানরত সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা আগামী নির্বাচন সামনে রেখে নিজনিজ গ্রামে গিয়ে দাড়িপাল্লার জন্য ভোট চাওয়ার উপর তাগিদ দেন।



