ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকশা উল্টে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকশা উল্টে আব্দুল করিম নামে এক বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্ন-ইলাইহি রাজিউন)।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
নিহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম
নিহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আলমনগর সড়কে অটোরিকশা উল্টে আহত হয়ে আব্দুল করিম নামে এক বীর মুক্তিযোদ্ধা ঢাকা নেয়ার পথে মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজেউন)।

সোমবার (২৩ এপ্রিল) দুপুর পোনে ১২টার দিকে তিনি আহত হন। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বেলা আড়াইটার দিকে নরসিংদী এলাকায় তিনি মারা যান।

নিহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে। তিনি মুক্তিযুদ্ধ চলার সময় কমান্ডার ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

নিহতের ছেলে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় জানান, তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একটি অটোরিকশাযোগে আশুগঞ্জ বাজারের দিকে আসছিলেন। এসময় আলমনগর রোডে আরেকটি অটোরিকশার সাথে ধাক্কা লেগে তাকে বহন করা অটোরিকশাটি উল্টে যায়। এতে তিনি পড়ে গিয়ে মাথায় মারত্মক আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে নরসিংদী পৌঁছলে তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুমের পারিবারিক সূত্র জানায়, আজ সোমবার এশার নামাজের পরে সোহাগপুর আছিয়া সাফি উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক করস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।