শাহজাদপুরে ‘জীবিকা উন্নয়ন প্রকল্পে পৌনে দুই কোটি টাকার যাকাত ফান্ড হস্তান্তর করেছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট

সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘জীবিকা উন্নয়ন প্রকল্পে বিতরণের জন্য প্রায় পৌনে দুই কোটি টাকার যাকাত ফান্ড হস্তান্তর করেছে ‘সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট’ (সিজেডএম)।

সিরাজগঞ্জ প্রতিনিধি

Location :

Sirajgonj
শাহজাদপুরে ‘জীবিকা উন্নয়ন প্রকল্পে পৌনে দুই কোটি টাকার যাকাত ফান্ড হস্তান্তর করেছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট
শাহজাদপুরে ‘জীবিকা উন্নয়ন প্রকল্পে পৌনে দুই কোটি টাকার যাকাত ফান্ড হস্তান্তর করেছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘জীবিকা উন্নয়ন প্রকল্পে বিতরণের জন্য প্রায় পৌনে দুই কোটি টাকার যাকাত ফান্ড হস্তান্তর করেছে ‘সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট’ (সিজেডএম)।

‘সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট’র উদ্যোগে এবং ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’র অর্থায়নে শাহজাদপুর উপজেলার কৈজুরিতে ‘জীবিকা উন্নয়ন কেন্দ্র কৈজুরী’ প্রকল্পের আওতায় ৫৬৫টি দরিদ্র পরিবারের মাঝে মোট এক কোটি ৬৬ লাখ ৯০ হাজার টাকা যাকাত তহবিল হস্তান্তর করেন সিজেডএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শাহজাদপুর উপজেলার কৈজুরী মহিউল ইসলাম ফাজিল মাদরাসা মাঠে আয়োজিত তহবিল হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসাটির অধ্যক্ষ মাওলানা তৌহিদুল আলম আনছারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেডএম-এর উপব্যবস্থাপক আরমান সরকার এবং গিভিং গ্রেস ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুর্তজা জামান ও মুহাম্মদ রাশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিজেডএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, সিজেডএম ২০০৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১৭ লাখ মানুষকে বিভিন্ন সামাজিক ও মানবিক সেবা প্রদান করে আসছে।

তিনি দারিদ্র বিমোচনের লক্ষে তহবিল হস্তান্তরের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য খাদ্য ও সহায়ক ডিভাইস প্রদান, সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, নিয়মিত ওষুধ বিতরণ, শীতবস্ত্র প্রদান, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং ভিক্ষাবৃত্তি থেকে মুক্তিসহ বহুমুখী সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে জীবিকা উন্নয়ন কেন্দ্র কৈজুরী প্রকল্পের ২১টি দলের ২১ জন নেত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে তহবিলের চেক হস্তান্তর করা হয়।