ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে চার যুবককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ আগস্ট) বিকেলে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে তাদের এ কারাদণ্ড দেয়া হয়।
জানা যায়, মাদক সেবন করে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে তাদের এ দণ্ড দেয়া হয়। তাদের মধ্যে দু’জনকে ৩ মাস এবং দু’জনকে ২ মাস করে কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শান্ত আহম্মদ (২৩), আরফান মোল্লা (২৪), ডালিম খান (২৪) ও আল আমিন (২১)।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ছিলেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি।