রবীন্দ্রনাথের নিয়ে যাওয়া লালনের গানের পাণ্ডুলিপি ফেরত চেয়ে আবেদন

কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন শান্তি নিকেতন থেকে লালনের ৩১৪টি গানের পাণ্ডুলিপি ফেরত চাইতে সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদন করেছেন, উদ্যোগটি লালনভক্তদের প্রশংসা কুড়িয়েছে।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
লালন ফকির
লালন ফকির |সংগৃহীত

কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আশ্রম থেকে কলকাতায় নেয়া লালন সাঁইয়ের ৩১৪টি গানের মূল পাণ্ডুলিপি ফেরত চেয়েছেন লালন একাডেমীর সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। ইতোমধ্যে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) জেলা প্রশাসক আরেফীন স্বাক্ষরিত আবেদন পত্রটি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসেন।

জানা গেছে, প্রায় ১৩৫ বছরের প্রাচীন ও ঐতিহাসিক সেই লালনের গানের মূল পাণ্ডুলিপি বর্তমানে কলকাতার শান্তি নিকেতন রয়েছে। দীর্ঘ দিন ধরে মূল পাণ্ডুলিপি ফেরত আনার দাবি জানিয়ে আসছেন লালন ভক্ত, অনুরাগী, অনুসারী ও গবেষকরা। কিন্তু কলকাতার শান্তি নিকেতন থেকে ঐতিহাসিক সেই পাণ্ডুলিপিটি আজও ফেরত পাওয়া যায়নি। ওই পান্ডুলিপিগুলো শিলাইদহের তৎকালীন জমিদার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে যান।

কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহের মধ্যেই এই ধরনের বড় উদ্যোগ গ্রহণ করায় জেলাবাসী বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়েছেন।

জেলা প্রশাসকের এ পাণ্ডুলিপি ফেরত চেয়ে উদ্যোগের বিষয়টি ব্যাপক প্রশংসিত হয়েছে। লালন ভক্ত, অনুসারী ও গবেষকরা তাকে সাধুবাদ জানিয়ে দ্রুত পাণ্ডুলিপিটি যাতে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন অ্যাকাডেমিতে নিয়ে আসা যায় সে বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

গত রোববার ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবসের প্রস্তুতি সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।