খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ৪টি ঘর ভস্মীভূত, আহত ৩

দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সাভিসের দু’টি ইউনিট, সেনাবাহিনী ও রেডক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নেভাতে গিয়ে বাড়ির মালিকসহ তিনজন দগ্ধ হন।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
আগুনে পুড়ছে ঘর, (নিচে) আগুন নেভাচ্ছে সেনাবাহিনী
আগুনে পুড়ছে ঘর, (নিচে) আগুন নেভাচ্ছে সেনাবাহিনী |নয়া দিগন্ত

খাগড়াছড়ি জেলা সদরের কলাবাগান এলাকায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর ভস্মীভূত হয়েছে। এ সময় বাড়ির মালিকসহ তিনজন দগ্ধ হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয় লোকজন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সাভিসের দু’টি ইউনিট, সেনাবাহিনী ও রেডক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নেভাতে গিয়ে বাড়ির মালিকসহ তিনজন দগ্ধ হন। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বাড়ির মালিকসহ স্থানীয়রা ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা দাবি করলেও ফায়ার সার্ভিস বিভাগের স্থানীয় স্টেশন অফিসার মকুল কুমার নাথ ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪ লাখ টাকা হতে পারে বলে জানান।