নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি

আগামী দিনে সন্তানদের নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে : বাণিজ্য উপদেষ্টা

অনুষ্ঠানে ৭০ বছর পূর্তি স্মারক হিসেবে শেকড়-২ নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গনে একটি ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়।

মোস্তফা কামাল

Location :

Shyamnagar
আগামী দিনে সন্তানদের নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে : বাণিজ্য উপদেষ্টা
আগামী দিনে সন্তানদের নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে : বাণিজ্য উপদেষ্টা |নয়া দিগন্ত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ‘এই স্কুল থেকে জ্ঞান অর্জন করে অনেকে সম্মানিত হয়েছেন। তাদের থেকে অনুপ্রাণিত হয়ে সন্তানদেরকে আগামী দিনে দেশের নেতা, সমাজের নেতা এবং নেতৃত্বের যোগ্যতায় তাদেরকে গড়ে তুলতে হবে। বিগত দিনে অস্থিরতা নৈরাজ্যের কারণে জ্ঞান পেছনের দিকে চলে গিয়েছিল। নৈরাজ্য ও সব রকম অন্যায়ের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল। দেশে দুর্বৃত্তায়ন ঘটেছিল। দেশের মানুষদের হয়রানি করে অসম্মান করা হয়েছিল।’

সোমবার (৯ জুন) বেলা ১১টাযর দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অভিভাবকদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

মিলন মেলায় সাবেক অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মন্ত্রী পরিষদ সচিব এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ড. শেখ আব্দুর রশীদ, রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রাক্তন ছাত্র ড. আব্দুল মজিদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, খুলনা রেঞ্জের ডিআইজি মো: রেজাউল হক, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে ৭০ বছর পূর্তি স্মারক হিসেবে শেকড়-২ নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গনে একটি ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়।

শেখ বশির উদ্দিন অনুষ্ঠানে বলেন, ‘কোরবানির পশুর চামড়া ন্যায্য মূল্যে ক্রয়ের জন্য বিনামূল্যে সাড়ে সাত লাখ মেট্রিকটন লবণ বিতরণ করা হয়েছিল। ৮৬ হাজার কসাইকে সরকার ট্রেনিং দিয়েছে। চামড়া শিল্পে ২১৫ কোটি প্রণোদনার টাকা সরকার ঈদের আগেই ছেড়ে দিয়েছিলেন। চাহিদার জন্য ওয়েট ফুল চামড়া এবং সাদা চামড়া রফতানির জন্য ছাড় দিয়েছেন। এখন জনগণ নিয়ম মেনে একত্রিত হয়ে মজুদ বা সংরক্ষণ করলে সরকার নির্ধারিত মূল্য আরো বেশি মূল্য পাবে। কোরবানির পশুর চামড়া নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।’

বাণিজ্য উপদেষ্টা সাতক্ষীরার শ্যামনগরে হাম্মাদিয়া মাদ্রাসা কমপ্লেক্সে মজুদ চামড়া পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।