চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় একটি পুকুর থেকে কামাল উদ্দীন (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের পাশের পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।
কামাল উদ্দীন একই উপজেলার বদনপুর গ্রামের মরহুম বিশারত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরে লাশ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কামাল উদ্দীন দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। অবসরে যাওয়ার পর থেকে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন তিনি।
পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন অবস্থায় তিনি প্রায়ই পরিত্যক্ত বোতল কুড়াতেন। ধারণা করা হচ্ছে, পুকুরের পাশে বোতল কুড়ানোর সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান।
চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো: আনোয়ারুল কবীর জানান, গতকাল মঙ্গলবার বিকেল থেকে কামাল উদ্দীন নিখোঁজ ছিলেন।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।‘



