রংপুর বিভাগে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৬৭

রংপুর বিভাগের আট জেলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ২৪ ঘণ্টায় ৬৭ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরের ম্যাপ
রংপুরের ম্যাপ |নয়া দিগন্ত

রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন উপজেলা থেকে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ২৪ ঘণ্টায় ৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

রংপুর রেঞ্জ ডিআইজি মো: আমিনুল ইসলাম জানান, অভিযানে রংপুরে একজন, কুড়িগ্রামে ১০ জন, লালমনিরহাটে ১১ জন, নীলফামারীতে সাতজন, গাইবান্ধায় ১২ জন, দিনাজপুরে ১৫ জন, ঠাকুরগাঁওয়ে সাতজন এবং পঞ্চগড় থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

আমিনুল ইসলাম বলেন, গ্রেফতাররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, হত্যাচেষ্টা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা বিভিন্ন মামলার আসামি। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী।