পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
শনিবার সকালে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস স্মরণে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ইসলামি ফাউন্ডেশনের সহযোগিতায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এজেডএম সালেহ ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির এবং জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আজহারুল ইসলাম। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।